পলিটিক্স চেনো তুমি ?
পলিটিক্স তোমার কম্ম নয় হে !
ও যে রাজার কম্ম !
হঠাৎ যদি চলতে গিয়ে
তালখানি কেটে হও বেসুরো -
তখন তোমার নষ্ট ধম্ম !
রাজা ধাপে ধাপে উচ্চস্তরে
উঠছে যখন হাস্যভরে ,
তখন প্রজা মোড়ক খামে ,
মইয়ের প্রয়োজন রাজার হয়
ফন্দিফিকির আঁটতে ,
নইলে তার কাজ হয়না আলুর ভর্তা দমে !
রাজা মানেই হঠাৎ কিছু
প্রজার ঘাড়ে চাপে
না দেখে কোনো হেতু -
দেখলো না পরে হলো কি !
পারলো কি না পারলো সে
বাঁধলো কি না সেতু !
আড়াই প্যাঁচে জিলিপি রাজ
দাম্ভিকতা হরেক -
স্বাদে বেশ মিষ্টি !
রাজা চেনা তেলা কথায়
এখন এক , তখন এক
সোনা সু সৃষ্টি !
সিংহাসনে সর্বাগ্রে রাজসিক্ত
চ্যালা প্যালা অনেক -
কথাও হরেকরকম !
এ'কথা ওকে ও'কথা তাকে
বিষায়ে সবার মন
রাজা হন হেসেই জখম !
০২/০২/২০২০