প্রতি রাতে জ্বরের বেড়াজাল আমাকে জাপটে ধরে
প্যারাসিটামলে কাজ হয়না
অসুস্থতা বিশাল অজগরের মতো হা করে
গ্রাস করছে আমাকে
নিজের প্রতি অবহেলায় মস্তিস্ক হিমে অসাড়
উষ্ণতা স্বাভাবিকের চেয়েও তিন ডিগ্রি কম
ধীরে ধীরে ফিকে হচ্ছে সমস্ত উজ্জ্বলতা
তবুও সুস্থতার ভান

ডাস্টবিনে পড়ে থাকা পাতা এনে
বিশৃংখলভাবে কবিতা সাজাই
কাগজের নৌকা বানিয়ে পাড়ি দেওয়ার অদম্য ইচ্ছা
তবে তাতে যে পাল ধরে না ....
সমস্ত ব্যাকুলতা নদীর তীর বেয়ে আবারও
পুনরায় ফিরে আসে
চেতনাকে অসাড় করে...
হয়তো তখন একটু একটু বুঝি
কি ভীষণ অসুস্থ আমি

সত্যিই ভীষণ অসুস্থ আমি .....

১৮-০২-২০