আমার একলা চলার পথটায়
উদাসী মন ঝাপটায় ,
অ্যাসট্রে জমা ধোঁয়া ধুলো
খানিক সুরে জাপটায় ।
উদাস চাতক গুনছে দিন
আষাঢ় শ্রাবণ বর্ষার ,
মন মরুতে ভাসছে যেনো
চোরাবালির প্রান্তর ।
হটাৎ দেখা স্বপ্নগুলো
আঁতকে ওঠে খুব !
কথার মাঝে কথারাও যে
বসে থাকে নিশ্চুপ !
দাঁড়িয়ে থাকি একলা পথিক
নিরুদ্দেশের পথে -
জোনাকিরা গান ধরেছে
জোছনারই রাতে ।
মন মাঝি যে বৈঠা নিয়ে
একলা পথে ধায় ,
নিশ্চুপেরাও কথা বলে
নানান ইশারায় ।
একলা চলার পথে পড়ে
নানান অলিগলি ,
সপ্ততারার জোছনাতে
একলা নিরিবিলি !