আজকে যে দেহাকৃতি
সুন্দর ও সবল ,
কালকে সেটাই লাশ হবে
সম্পূর্ণ অচল ।
কিছু স্বপ্ন পূরণ হবে
কিছু রবে অপূরণ ,
শ্মশান হবে বাসভূমি
হবে যখন মরণ ।
হরি নাম বাজবে কানে
ধুপ জ্বলবে ধারে ,
শোকাহত কিছু মানুষ সেথায়
কাঁদবে অঝোর ঝরে ।
তুলসী চন্দনে বৃত
পরনে সাদা থান ,
প্রিয়জনেরাও বলবে -
'লাশ পুড়তে দেরি হচ্ছে ক্যান' ?
বেঁচে থাকতে প্রশংসা পাবে না
যতই করো ভালো কাজ ,
ওইদিন বলবে সবাই - 'ভালো ছিলো
মরলো কেনো আজ' ?
ভাসাবে সবাই মরণ ভেলা
ব্যাথারই কাজলে ,
প্রকৃতির খেলা মানতেই হবে
পুড়বো সবাই অনলে ।
***********************************
তাং - ২৩/০৯/১৯ ( ০৫ই আশ্বিন )
স্থান - তালদি