ব্যালট বাদশা বনে কেউ
কেউ বা শুধু বুলেটে ,
কেউ বলেন আসল শক্তি জনগণ
কারো বা মত বন্দুকে ।

ভোটের সময় আসলে পরে
ঘুরবে তোমার পিছু পিছু
ভোট উৎসব মিটলে পরে
তুমি কে হে বাপু ?

কেউ বাতলায় চপ শিল্প
কেউ বা পকোড়া ,
দিন দিন বাড়ছে বেকার
চাকরি দিশেহারা ।

গ্রাজুয়েশন করে হচ্ছে কি ?
পাচ্ছ কি তুমি লাভ ?
চাকরি তুমি পাবে না
দাওনি কেনো ঘুষ লাখ ?

ঋণ দায়েতে মরছে কৃষক
দায় নেবে তার কে ?
দোষ চাপবে তাদেরই পরে
বলবে ঋণ নিতে বলেছিলো কে ?

চন্দ্রযান উড়িয়ে লাভ কি ?
পেট চলবে না কারো !
যুবকদের তোমরা চাকরি দাও
ক্ষেত-মজদুরদের কথা মানো ।

শিল্পে শিল্পে উন্নতি হয়েছে
যায় না তারে দেখা ,
মোদ্দা কথা হলো যেটা
জনগণ আমরা সবাই বোকা ।

******************************

লেখার তারিখ : ০৪/০৯/১৯
লেখার সময় : রাত ১১:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন