অমলতাসের বিবর্ণ পাতা থেকে
উদ্ধার হলো বাঁকা হরফে লেখা -
"কখনো বলা হয়ে ওঠেনি
ভালোবাসি তোমায় !"
কোনো এক কালবৈশাখীর ঝড়ে
আমার একলা পাখি ডানা ভেঙে ,
আবার বাসা বাঁধে
দখিন জানালায় ।
হৃদয়ের গভীরতায় কাকলির সুরে
প্রাণোচ্ছল সরোবরে -
হটাৎ যেন রামধনু
ছবি এঁকে যায় ।
অলিন্দ-নিলয়ের সম্পর্ক স্থাপনে
কপাটিকা ধাত্রে রক্তস্রোত ,
পলাশ ফুলের আলতা রঙে মাতাল আমি
স্তব্ধতার গভীর রাত ।
অনুভূতির আলোড়নে তুমি স্বপ্ন বুনেছো
বুনো ফুলের আঙিনায় ,
তবুও তোমায় হয়নি বলা
ভালোবাসি তোমায় !