রক্তের বোতলে দিন সাটিয়ে
লেবেল জাতপাতের
লিখে দিন এই রক্ত
হিন্দু মুসলমানের ।
দেখি তখন ক'জন মরে
রক্তের অভাবে ,
ক'জনই বা বেঁচে থাকে
তার স্বভাবে ।।
"রাম" না শুনিয়ে শোনান ওদের
গল্প ক্ষুদিরাম !
কেমন করে দেশের জন্য
দিতে হয় প্রাণ ।
"রহিম" শুনে কি আর হবে ?
পড়বে লাশ , যাবে প্রাণ ?
শোনান ওদের ভাষার জন্য
কারা দিলো প্রাণ ।।
উঁচু জাত , নিচু জাত
ছিড়ুন জাতের কেতা ,
শোনান ওদের বাবা আম্বেদকর
সংবিধান প্রণেতা ।
চেনান ওদের সুভাষ বোস
আর রানী লক্ষীবাই ,
যাদের সুবাস ছড়িয়ে আছে
মনের মাঝে ভাই ।।
শোনান ওদের মাতঙ্গিনী
সত্তর বছরের বৃদ্ধা ,
কেমন ভাবে লুটিয়ে পড়ে
নিয়ে মান-শ্রদ্ধা ।
চেনান ওদের গান্ধী বুড়ো
জাতির জনক-পিতা ,
কেমন করে মিলল সবাই
শুনে তার কথা ।।
দেখান ওদের রবীন্দ্রনাথ ,
দেখান নজরুল
কেমনভাবে ফোটে দেখান
একই বোঁটায় দুটি ফুল ।
ধর্ম ভুলিয়ে শোনান ওদের
দেশের সংগ্রাম !
বুক ফুলিয়ে বলুক ওরা -
আমরা ভারত মায়ের সন্তান ।।
শোনান ওদের সবাই মিলে
বীরদের গল্পগাথা !
কেমন করে আনলো ওঁরা
দেশের স্বাধীনতা ।
জাতপাত আর ভেদাভেদ রাখুন
মশাই দূরে ,
আসুন সবাই মিলে গান গাই
একই সুরে সুরে ।।