নিত্য সমুদ্রের মুখটা যখন বোবা থাকে
খেলে না কোনো ঢেউ ,
তাহার মতো শান্ত মনোরম
আর নেই তো কেউ ।

বোবা সমুদ্রের ঢেউয়ে থাকে
পাঁজর ভাঙা কান্না ,
নিমেষে সে মেলায় পরে
ছাপিয়ে দুকূল বন্যা ।

বোশেখ মাসের ভরদুপুরে
বোবা মুখর পরিবেশ ,
জন্ম নেয় তারই ভিতরে
সর্বনাশা কালবৈশাখীর রেশ ।

বোবার বুকে ঝড়ের কান্না
প্রবল বেগে ধায় ,
নিমেষে সে শান্ত হয়
তছনছ করে সেথায় ।

তপ্ত বালি মরুর বুকে
ধুধুর মতো যাতনা ,
একলা পথিক দাঁড়িয়ে সেথায়
স্তব্ধতার মৌনমনা ।

চাতক পাখির বোবা স্বর
হাপিত্যেশে বসে থাকা ,
সকটু বরিষণের লাগি
বোবার বুকে কান্না ।

মুখটা যখন বোবা থাকে -
সবাই বলে হেরে যাওয়া মন ,
অপেক্ষারত সবাই থাকে
সময় করে বহন ।

১২/০৩/২০২৯