মৃত্যু তুমি দেখতে কেমন ?
লেলিহান অগ্নিশিখা ?
নাকি নিশুত রাতের অহমিকা ?
আচ্ছা মৃত্যু যদি তুমি আমাকে ছোও
তবে কি আমি পবিত্র হবো , না অপবিত্র ?
মৃত্যু তোমাকে দেখতে চাই !
তোমাকে ছুঁতে চাই !
তোমাকে জানতে চাই !
কেমন করে অন্যের বুকে তুমি
লেলিহান শিখা হানো ?
আচ্ছা মৃত্যু তুমি তো
যমরাজের বাড়িটা চেনো তাই না !
আমায় নিয়ে যেতে পারবে সেখানে ?
সেখানে গিয়ে দেখতাম চিত্রগুপ্ত কেমনভাবে
পাপ-পুণ্যের হিসাব করে !
শুনেছি নরকবাস নাকি অত্যন্ত যন্ত্রণার ,
আচ্ছা তবে , মনুষ্যলোকের চেয়ে কি
বেশি যন্ত্রনা সেখানে ?
যদি তাই হয় , আমি নরক যেতে চাই
আরও বেশি যন্ত্রনা চাই !
আরও বেশি মৃত্যুকে চাই !
শুনেছি মৃত্যু তোমাকে জয় করলে নাকি
মৃত্যুঞ্জয়ী হওয়া যায় !
সুতরাং তোমার মৃত্যুঞ্জয়ের মন্ত্রটা জানা
আমাকে শেখাবে মন্ত্রটা ?
আমি মৃত্যুঞ্জয়ী হতে চাই !
তবে তার আগে মৃত্যু তোমাকে ছুঁতে চাই !
একবার ছুঁতে চাই !