এক যে ছিলো নদী
নাম ছিলো তার থৈ ,
অথই মুক্ত খেয়াল স্রোতে
শ্রাবণ তার সই ।

লাজুকলতা নাম রেখেছে
বর্ষামুখর পানকৌড়ি ,
হুল্লোড়ে তার জীবন ছিলো
সৃষ্টি সুখের বাঁধ ছাড়ি ।

হঠাৎ বর্ষণ প্রবল জোরে
শ্যাওলা ঢাকা মুখ ,
বাঁধলো সাধের মুখখানি আর
সৃষ্টি চাবির সুখ ।

গতিধারা দেখলো সবই
ভাঙলো ওপার, ছাপলো কুল ,
চড় পড়লো মধ্যিখানে
বুঝলো ব্যাথায় আকুল ।

কানায় কানায় পরিপূর্ণ
শ্রাবণ ছিলো তার ,
বুজলো বাতি চড় হিসাবে
দেখলো মৃত বাড় ।

থৈ পূর্ণ জীবন যার
অকুল যার গতি ,
নাম নিয়েছে আজ সেটি
মৃত এক নদী ।

*********************************

তাং : ২৯ শে সেপ্টেম্বর
স্থান : তালদি