ও মৌমাছি একটু বসো
ক্ষনিক কথা কই ,
ফুলের ওপর একটু বসে
হওনা আমার সই ।

মধুর নেশায় হেথায় হোতায়
ঘোরো নানান দেশে ,
কোন ফুলেতে কেমন সুবাস
শুনবো তোমার কাছে ।

দল বেঁধে করো কাজ
ছোটো মধু আহরণে ,
কি করে করো তা
জানবো মননে ।

সুশীলিপ্ত মৌচাক
প্রকোষ্ঠে মধুরণ ,
কেমন করে তোলো সুর -
গুন গুন গুঞ্জরণ ?

***************************

তাং : ২৬শে সেপ্টেম্বর ( ৮ই আশ্বিন )
সময় : রাত্রি ০৯:৩০
স্থান : তালদি