দিন রাত্তির এক করে করলাম তপস্যা
তবুও অমরত্বের বর দিলো না বুড়ো ব্রহ্মা ,
অমরত্ব নাকি শুধুই দেবতাদের
তাতে ভাগ নাই কোনো অসুরের ।
যতবারই করেছি পেলান দুগ্গাকে মারতে
নারদ ব্যাটা ততবারই দিয়েছে পেলান ভেস্তে ,
বাঙালির লাগি থাকতে হয় দুগ্গার পদতলে
ফি বছর কার ভালো লাগে তিসুলের গুতা খেতে ।
জিম-সিম করে সিক্স প্যাক বানিয়েছিলাম মস্ত -
তবুও ভুড়িওলা গনু ফুটেজ খেতে ব্যস্ত ,
অসুর বলে কি মানুষ নই , সম্মান নেই আমার ?
এ কষ্ট কারে বলি , নেই কেউ বোঝবার ।
******************************
২২/০৯/১৯
তালদি