"মা" শব্দটা ছোট্ট হলেও
        মূল্য অনেকটাই ,
মায়ের কাছে হার মানে
        সকল প্রকার সাঁই ।

মা যে মোদের চোখে দেখা
        সাক্ষাৎ দুর্গা ,
হরেক রকম কার্য করে
         হয়ে দশভুজা ।

একটি রুটি চাইলে পরে
         দেয় সে রুটি দুই ,
অঙ্কেতে ভীষণ কাঁচা
          হয়তো সে পড়েনি বই ।

মা যে মোদের খেয়াল রাখে
          সকল ক্লান্তি গায়ে মেখে ,
বিপদ যদি এসে পরে
           মায়ের মনেই কু যে ডাকে ।

সব সমস্যার সমাধান
           এক নিমেষে করে সে ,
কেমন করে হয় সব -
            বুঝি না কখনো যে !

মায়ের মতো মিথ্যাবাদী
            দুনিয়ায় আর কেউ নেই ,
না খেয়েও "খেয়েছি আমি"
            এ'কথা সে বলবেই ।

গুন গুন ঘুমপাড়ানি
            আদর স্নেহ মাখা ,
সন্তানের মঙ্গল কামনায়
             চুল পাকতে থাকা ।

সন্তান মোর ভালো থাকুক
             সব মা-ই চায় তা ,
আমার উপর আসুক
              সব ঝড় ঝাপটা ।

মায়ের জন্য কি বা লিখি
              শেষ হওয়ার নয় ,
লিখতে গেলে প্রতিবারই
              শব্দে কম হয় ।

কুসন্তান হলেও কভু -
              কুমাতা হয়না ভাই ,
মায়ের চেয়ে মধুর নাম
              ত্রিভুবনে নাই ।

০৩/০২/২০২০