তোকে নিয়ে যাবো আমি

            নীলনদ ছাড়িয়ে ।

অথই জলে ভাসবো দুজন

             দেখবে সবাই তাকিয়ে ।।

মেঘের ওপর গড়বো আসর

              চাঁদের আলো মেখে ।

জোছনা ভরা অঙ্গরূপ তোর

               দেখবো মোর চোখে ।।

অদূর রাতে বনের মাঝে

                হাঁটবো সাথে তোর ।

রাত পেরিয়ে কখনোই যে

                হবে না কো ভোর ।।

ঘাসের ওপর শুয়ে মোরা

             আকাশ দেখবো চল ।

যৌবন ভরা অঙ্গে তোর

             আমার প্রেমের ঢল ।।

ময়ূররাঙা আঁখিতে ,

              কালো রঙের কেশ ।

দেখলে তোকে মনের ঘরে

               লাগে সুখের রেশ ।।