লোডশেডিংয়ের রাতে ঘরে নেমে আসে
মন ভার করা অন্ধকার ,
নিকোটিনের ছোঁয়ায় পুড়তে পুড়তে
শেষ হয় এ মন !
অপেক্ষার সময়টাতে অনেক গাছপালা মেলে দিই ,
কল্পনার সীমানা ছাড়িয়ে ঢুকে যাই অনধিকারে -
ব্যর্থ বিড়ালের ন্যায় বসে থাকা মনে -
হতাশার চাদরে ঢেকে যায় !
প্রাণ সঞ্চারকের ডানা মেলে উড়তে চাওয়া
পাখিও হেরে যায় অপেক্ষার কাছে ।
রুপালি জোছনা বিভ্রান্তি ছড়ায় ,
অযত্নের অসমান পথে ।
উন্মুক্ত মাতাল শহরে ভুলে গেছি
চঞ্চলতার মানে !
মদিরাপাত্রে শুস্ক উৎসবিহীন বিষন্ন রাতে
সুপ্তির তৃষা ক্ষুদ্ধ নয়নপাতে
বিষন্ন অবসাদে ।