২৬/১০/১৯

পড়াশুনাতে এগিয়ে দিচ্ছ
বেশ ভালো কথা ,
ধর্ষণেতে রাজ্য জুড়ে কন্যাশ্রী
পায় ধাক্কা ।

"বেটি বাঁচাও বেটি পড়াও"
জোর দিয়েছো স্লোগানে ,
ওদের সুরক্ষা দেয়নি কিন্তু
এখনো কোনো আইনে ।

পুঁজিতা হয় কুমারী রূপে
ধর্ষিতা হয় কন্যা ,
অতল স্রোতে হারিয়ে যায়
ওদের মতো বন্যা ।

সীতার ক্ষতি না করেও
সেযুগে রাবন পেয়েছিলো সাজা ,
সাজা তো দূরের কথা
এযুগে ধর্ষকও হয় রাজা ।

লক্ষী নাকি ঘরের সম্পদ
নমস্যে ঘরে ঘরে ,
আসল লক্ষী জন্ম নেয়না
হত্যা হয় কন্যা ভ্রূণে ।

দোষ কি তার , জানতো কি সে
ছেলে না মেয়ে ?
হয়তো গর্ভে স্বপ্ন ছিলো
নানান রকম ধেয়ে ।

ফুটলো না সে স্বপ্নকলি
নষ্ট সমাজে ,
আলোর দিশাও ফুটবে না
এ কুলটা সমাজে ।