কথা ছিলো
১২২ নম্বর মির্জা স্ট্রিটে
দুজনে মুখোমুখি হয়ে ,
সমস্ত হিসাব চুকতা করবো
কার কতটা পাওনা বাকি রইলো !
কথা ছিলো সেদিনও
যেদিন বন্ধুত্বের সাতপাক নেওয়া হয়েছিল
প্রথম পাকে তোমার সমস্ত দুঃখ আমার
দ্বিতীয় পাকে আমার সমস্ত সুখ তোমার
এমনি করে প্রতি পাকে কথা দিয়ে
সপ্তম পাকে না ছেড়ে যাওয়ার কথা ।
কথা ছিলো
বন্ধুত্বই থাকবে
বন্ধুত্ব থেকে প্রেম হবে না !
বুড়ো অশ্বত্থ গাছে হেলান দিয়ে
ভাবনা হবে না !
কথা ছিলো
আমার প্রতিটি নিঃস্বাসকে খুঁজে নেবে ,
আর আমি তোমার প্রতিটি ছন্দকে ।
যেখানে তরঙ্গহীন বেতার
নিমেষে হারাবে !
কথা ছিলো
পুবের বাতাস যখন শ্যাওলা দীঘিতে
এসে পড়বে তখন
তোমার হাত আমার হাতে থাকবে
আঙ্গুল স্পর্শে বাতাস খেলে যাবে ।
কথা ছিলো
১২২ নম্বর মির্জা স্ট্রিটে দুজনে মুখোমুখি
সমস্ত হিসাব চুকতা করবো ।
কথাটা শুধু দেওয়াই হলো
রাখা হলো না ...