খোকন সোনা আঁকছে ছবি
মাথা করে হেঁট ,
গোল্লা একটা মাথা
আর এইয়া বড়ো পেট ।
এই দিলাম চারটে পা
এই শুঁড় আর লেজ ,
হয়ে গেলো হাতি
লাগছে ভারি বেশ ।
সবুজ রঙা ঘাসের ওপর
দাঁড়িয়ে আছে বেশ ,
আঁকতে গিয়ে খোকন সোনার
বড্ড হলো ক্লেশ ।
ও মা ! দেখো এঁকেছি হাতি
মস্ত বড়ো একটা ,
তোমায় নিয়ে চাপবো হাতি
ঘুরবো সারা দেশটা !
গোল্লা দিয়েই গরু আঁকে
গোল্লা দিয়েই গাড়ি ,
এমনি করেই এঁকে এঁকে
পাতা ভরে সারি ।
খোকন সোনা বড়ো হয়ে
হবে চিত্রকর ,
আঁকবে তখন মায়ের ছবি
বদ্ধ পরিকর !
.............................................
লেখার তারিখ : ০৩/০৮/১৯
লেখার সময় : রাত্রি ১১.৩০ মিনিট
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন