ঘ্যাঙর ঘ্যাঙ ডাকছে ব্যাঙ
তালপুকুরের ধারে ,
দুটো মাছে ঝগড়া করে
নীল জলেরই পাড়ে ।
তিনটে গরু চড়ছে মাঠে
খাচ্ছে তারা ঘাস ,
দূরে মাঠে রামু চাষী
করছে দেখো চাষ ।
জিওল গাছে কাকের বাসা
আছে দুটি ছানা ,
আর খাবো না , আর খাবো না
খুকু করে বায়না ।
দুধ খাবো না , ভাত খাবো না
খাবো শুধু মাছ ,
খেলনা গাড়ি চড়বো না আর
চড়বো শুধুই গাছ ।
................................................
লেখার তারিখ : ০৭/০৮/১৯
লেখার সময় : রাত্রি ০৯:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন