"নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে"
খোকন সোনা সবেমাত্র
হামা শিখেছে ।
ছোট্ট হামায় খোকনসোনা
ছুটছে জোরে জোরে ,
মা পেছনে ছুটছে বেদম
ধরতে না তারে পারে ।
হামা দিতে দিতে খোকন
চেষ্টা করে দাঁড়াতে !
দুষ্টু খোকা পারে এখন
ঝুনঝুনিটা নাড়াতে ।
ফুলের পরে বসে দেখো
নানান প্রজাপত ,
একটি দুটি দুধে দাঁতে
খোকন খাবে দুধভাত ।
আধো আধো বোলে সে
শিখছে কথা বলা !
মায়ের হাত ধরেই তার
হবে পথ চলা ।
ফোকলা দাঁতে ফোকলা মুখে
যেই না খোকন হাসে ,
সুয্যি মামা কিরণ ফেলে
সাথে সাথে হাসে ।