নেতা মন্ত্রীরা তোমাদের সব
করে বেইমানি ,
মানুষ মোরা ভুলবো নাকো
সারদা-কাটমানি ।
ভোটের আগে ধরো পা
"পাশে আছি দাদা"
কাজের বেলায় তুমি তখন
কাটমানিরই গাদা ।
কত টাকা মানুষ পেয়েছে
কত গেছে তোমাদের ব্যাংকে ?
ডিগ্রি খুললে হয়তো পাবো
তোমরা ফেল অঙ্কে ।
কৃষক মজদুর শ্রমিকরা সব
খেটে মরে দিনরাত !
হাকছো তোমরা অট্টালিকা
মারছো তাদের ভাত !
তোমাদের কীর্তি নেই লুকানো
হয়েছে জানাজানি ।
মানুষ এবার নেবে প্রতিশোধ
ও দাদা , ও দিদিমণি !
গরিবের পেটে মেরেছো লাথ
করিয়েছো হয়রানি !
ফেরাতে হবে সাধারণ মানুষের
রক্তের কাটমানি ।