পেল্লাই বড়ো চেহারা তোমার
            ইয়াব বড়ো গোঁফ ,
সবাই থাকে চুপ যখন
            টানো গদার তোপ ।

লুল্লু ভুতের মুখে শোনা
            তোমার মন বড়ই ভালো ,
মিথ্যা তোমার পোষায় না
             সদাই সত্য বলো ।

তোমার রশির বড়ো জোর
             মৃত্যু টানো তরে ,
রাজসভায় চিত্তগুপ্ত তোমার
             পাপ-পুণ্য বিচার করে ।

রাজার ধরণ , রাজার গড়ন
             চলনচালন বেজায় পেশে ,
সগ্গ , মত্ত - নরক দেশ
             ভুতেরা সব তোমার বশে ।।

০৩/০১/২০২০
তালদি