নানা রূপে তোমাকে দেখি
কল্পনার জগতে ।
তোমাকে দেখেছি যেনো নব নব সাজে ,
তোমাকে দেখেছি কখনো সন্ধ্যাতারার মাঝে !
কখনো বা দেখেছি বসন্তের কোকিল রূপে ,
আবার কখনো দেখেছি চেয়ে একলা নিরালয়ে !
তুলনা করেছি তোমায় কদম ফুলের সাথে ।
কখনো তুমি গোলাপের পাপড়ি ,
আবার কখনো যেনো হলুদ
সরষে ফুলের সারি ।
শরতের শিউলি তুমি
ঘাসের ডগার শিশির !
অঘ্রানের আমের মুকুল ,
পৌষের নব সোনালী ফসল !
মাঘের শুষ্ক শীতল অনিল ,
হৃদয় আবেগে যেনো ফাগুনের কুল ।
চৈত্রের উদাসী চাতক পাখি ,
বৈশাখে তুমি যেনো নব এক বিদেশি
জ্যৈষ্ঠের আম্র-কাঁঠালের গন্ধ ।
আষাঢ়ের যেনো ঝরঝর বাদল ,
শ্রাবণের শ্রাবন্তী তুমি ।
ভাদ্রের থৈ থৈ করা নদী ।।
গগন মাঝে তুমি এক জলধর -
ওই যেনো উঁচু এক শৃঙ্গধর ।
বিষধরে উথলিত ফণী
নুপুর পায়ে যেনো
নাচে ওই শিখী ।
তুমি হলে স্নিগ্ধমাখা রজনী
কখনো বা এক অজানা-অচেনা বারিধি !