তোমায় প্রথম যখন দেখেছিনু
তখন ছিলে তুমি প্রথম যৌবনা ।
কেমনে মিলিল আঁখি দুজনার
তাহা জানি না ।।
তুমি তুলিতে পূজার ফুল
যেতেম তখন তোমার পাছে পাছে ।
সেই সরসীর তীরে , পলাশের বনে
মাখিতাম তব সুবাস আমারও মনে !
যখন তুমি পুস্করিণীর ঘাটে
জল তুলিতে
মনে মনে নিজেকে
পুস্করিণীর জল ভাবিতাম
তুমি জলে দিতে ডুব ,
তোমার খোলা চুলে
আঁকিবুকি করিতাম নিশ্চুপ
তোমার স্পর্শে আমি হতাম শিহরিত !
আমার প্রেমের অমরাবতীতে
প্রদোষ আলোকে সেথা তুমি শকুন্তলা
হস্তে লয়ে বীণা , মন্দিরতলে বসে
তুমি একাকিনী ,
অন্তর দিয়ে গড়িতেছো রাগিনী
সেথা আমি জ্যোতিস্মান
অক্ষয় যৌবন দেবতা সমান
বাঁশরীতে দিতেছিনু তান !
প্রথম প্রত্যুষে তব চুম্বন আনি দিলে
আমার কপালে
সে চুম্বনে উন্মাদ আবেগে সংগীত
উঠে বাজি
স্মৃতিপটে আঁকা ম্লান আলো মাখা
তব মুখখানি আজি !!