আসামের ছোট্ট গ্রাম
কেউ জানে না তার নাম ,
সেই গ্রামই লিখছে দেখো
ভারতবর্ষের সুনাম ।
আধপেটা খেয়ে স্বপ্ন চোখে
স্প্রিন্টার হয়ে দৌড়ায় ,
কালো মেয়েটাই ভারতের হয়ে
স্বর্ণপদক জেতায় ।
না আছে কোনো ফেয়ারনেস
না আছে কোনো ক্রিম !
স্বজল চোখে আছে শুধুই
মস্ত বড়ো ড্রিম ।
ইংলিশ বলতে না পারা মেয়েটা
পড়েছিলো সেদিন রোষের মুখে
স্বর্ণপদক জিতে কেমন ,
ছুড়ে মারলো তাদের মুখে ।
অর্থাভাবে খেলার জুতো
কিনতে পারেনি যে মেয়ে !
অ্যাডিডাসের অ্যাম্বাসাডার হয়েছে
এখন সেই সোনার মেয়ে ।
ম্যারাথনের রানী পিটি ঊষার
যোগ্যতম শিষ্যা !
মোদের গরব তুমি ,
সোনার মেয়ে দাস হিমা ।
লেখার সময় : ২০/০৭/১৯
কবিতাটি আমাদের সোনার মেয়ে হিমা দাস কে উৎসর্গ করলাম ।