সকাল সকাল চললো খুকু কালো দীঘির পাড় ,
হরেকরকম ফুল দিয়ে আজ সাজবে ঠাকুর ঘর ।
কালো দীঘির জলে রবির কিরণ করে খেলা ,
নীল সাদা আর লাল ফুলেতে হাজার রকম মেলা ।
মনের সুখে তোলে খুকু থোকা থোকা ফুল ,
ছোট্ট মাথায় খুকুমনির বেণী বাঁধা চুল ।
রাশি রাশি ফুলে ফুলে ভরলো ফুলের সাজি ,
মহানন্দে তা থৈ তা থৈ চললো নিজের বাড়ি ।
ও মা দেখো কত ফুল এনেছি ঘরে ,
ঠাকুরকে আজ পড়াবো মালা নিজের হাতে করে ।
শুরু হলো মালা গাঁথা ছোট্ট নরম হাতে ,
সুয্যিমামা আশীষ দেয় কিরণ ফেলে সাথে ।

১২-০২-২০২০