পঞ্চকন্যা
- দীপাঞ্জন হালদার

নারী মানেই নয়তো ভীরু , নয়তো অবলা
নারীর হাতেই জীবন শুরু , তাতেই পথচলা ।

লিখি আজ ওঁদের নিয়ে , ওরা পঞ্চকন্যা
যারা ছিল পুরুষের থেকে কোনো অংশে কম না ।

বৃদ্ধা থেকে কিশোরী সব , ছিল দীপ্ত মন !
দেশমাকে স্বাধীন করবে বলে নিয়েছিল পন ।

প্রথম বলি প্রীতিলতা পাহাড়তলীর নায়িকা ,
পেয়েছিলেন মাস্টারদার অনুপ্রেরণা !

ইংরেজদের হাতে দেয়নি ধরা খেয়েছিল বিষ !
বয়স ছিল অল্প মোটে যৌবনেরই একুশ !

কল্পনা দত্ত ছিলেন বাংলার অগ্নিকন্যা ,
তিনিও ছিলেন মাস্টারদার অনুপ্রাণিতা ।

চট্টগ্রাম লুন্ঠনের যিনি ছিলেন অন্যতম সহযোগী ,
যাবজ্জীবন কারাদণ্ডের তিনি ছিলেন ফলভোগী ।

ঝাঁসির রানী ছিলেন সেথা রানী লক্ষীবাই ,
সন্তানসম প্রজাদের ছিলেন যিনি আই ।

যুদ্ধক্ষেত্রে ইংরেজদের দেয়নি তিনিও ধরা !
পুরুষবেশে নারীকে দেখে খেয়েছিল তারাও ধোঁকা ।

"মাসিমা" নামে পরিচিতা দুকুড়িবালা দেবী নয়তো মোদের পর ।
পুলিশ সুপার গোল্ডিকে যিনি মেরেছিলেন জোরে চড় !

বেধবা হয়েই স্ত্রী সেজে গেলেন জেলের ভিতর ,
জানিয়েছিলেন জেলবন্দি বিপ্লবীদের সব খবর ।

সর্বশেষ বলি মোদের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ,
পুলিশের গুলিতে যিনি হয়েছিলেন ঝাঁঝরা ।

সত্তর বছর বয়সেও সে পুলিশের না ডর পায় ,
গুলিবিদ্ধে লুটিয়ে পড়লেও পতাকা না লোটায় ।

এঁরা ছিলেন সবাই মোদের ভারতমাতার সন্তান ।
দেশমাতৃকার জন্য যারা দিয়েছিলেন প্রাণ !

নারী মানেই নয় তো ভীরু , অবলা নয় নারী ,
এঁদের কাছে চিরদিন মোরা রইবো আভারী ।

( Note : আরও অনেক নারী রয়েছেন , তাদের প্রতি জানাই আমার শ্রদ্ধা )