এপার বাংলা ওপার বাংলা
সোজন বাদিয়ার ঘাট ,
বাংলা আমার মায়ের সমান
বিন্নি ধানের মাঠ ।

জারি-সারি-ভাটিয়ালি
মুর্শিদি বাউলা গান ,
বাংলা আমার সকল খুশি
নকশি কাঁথার প্রাণ ।

যে ভাষায় বলতো কথা
যেখানে করতো চলাফেরা ,
তাকে বুঝি কাড়তে দেবে
জীবন থাকতে তারা ।

বিন্নি মাঠের সেই মাটিতে
বাংলা ভাষার জন্য ,
লুটিয়ে পড়লো পাখির মতো
চল্লিশ জন রত্ন ।

সন্তান হারা মায়ের অশ্রু
অবিরত ঝরে ,
বাংলা ভাষা মায়ের ভাষা
লেখা রক্তাক্ষরে ।

বাংলা ভাষায় মনের ভাব
বাংলা ভাষায় আড়ি ,
ভাইয়ের রক্তে রাঙানো দিন
আমি কি ভুলিতে পারি ?


২১-০২-২০২০