কত খানি পথ হেঁটেছি ?
হয়তো সবে এক মাইল কিংবা দুমাইল
কিংবা সবচেয়ে বেশি হলে পাঁচ মাইল !
কিন্তু বলা ছিল যে জীবনের শেষ মাইল
পর্যন্ত চলবো...
তবে ?
বেশ তো চলছিল !
হঠাৎ চৈত্রের আকাশে কালো মেঘের ঘনঘটা
কালবৈশাখীর দীপ্ত কণ্ঠ !
আসলে আমরা কেউই বন্ধু হতে পারিনা
সবাই প্রচেষ্টা করি মাত্র !
যেটা টিকে যায় সেটা 'বন্ধুত্ব'
যেটা টেকে না সেটা চোরার স্রোতে বয়ে যায়
আর কখনো ফেরে না -
যদিও বা ফেরে তাতে
'অবিশ্বাস'-র একটা দাগ এঁটে যায় !
মোছা সম্ভব হয়না !
ঘাম ঝরা ওই সকাল-বিকেল-দুপুর
ইগোর কাছে ঋণী হয়ে
স্বপ্নের বিপরীতে চলে যায় !
এ শহরে প্রথম বর্ষণে প্রেম জাগে
শেষ বর্ষণে ভেঙেও যায় -
অবিশ্বাসের ডোরায় এ শহরে শুধু প্রেম ভাঙ্গেনা
বন্ধুত্বও ভাঙে....
০১/০৩/২০২০