"আনহোনি কো হোনি কার দে
হোনি কো আনহোনি
নাম হে উনকা
মহেন্দ্র সিং ধোনি"
রাঁচির রাজপুত্তুর তুমি
তুমি বিশ্বের ক্যাপ্টেন কুল
DRS নিতে কখনো তোমার
হয়না কো ভুল !
স্ট্যাম্পিংয়ে তুমি বিশ্বসেরা
গ্লাভসে করো বাজিমাত ,
ফিনিশে তুমি সবার সেরা
হেলিকপ্টারে কেল্লামাত ।
তোমার অধিনায়কত্বে ভারত সেরা
হয়েছে বহুবার ,
তবুও তোমার ক্যারিয়ারে
কালি লেগেছে বারবার ।
'০৭ বিশ্বকাপে হারলে ভারত
জ্বললো তোমার কুশপুতুল ।
জানিনা তখন তোমার
কি হয়েছিলো ভুল !
উচ্চতার শিখরে যত উঠেছো
সমালোচনা হয়েছে তত ,
তবুও তোমায় দেখিনি কখনো
হতে বিরক্ত ।
চাপের মুখে অনেক সময়
জিতিয়েছো ম্যাচ একা !
তবুও তোমায় নিন্দে
করেছে সমালোচকরা ।
তুমি মানে চেন্নাইয়ান থালা
আইপিএলে তিনবার জয় ,
চুমু ক্রিজে থাকা মানেই
বোলারের চোখে লাগে ভয় ।
সর্বকালের সেরা অধিনায়ক তুমি
সব ট্রফি তোমার জেতা ।
সফল তুমি তবুও ফিক্সিংয়ে
তোমার নাম লেখা ।
উইকেটের পেছনে অবদান রেখেছো
চোদ্দ বছর নিরন্তর ,
তাইতো তোমারই প্রাপ্য ছিলো
পদ্মশ্রী পুরস্কার ।
তোমার অধিনায়কত্বে বিশ্বজেতা
তোমাতেই সিরিজ হারা ,
এবার তোমার ক্রিকেট থেকে
অবসর নেওয়ার পালা !
তোমার অবসরে কষ্ট হলেও
আমরা পাবো সুখ
কারণ তোমার সমালোচকদের
বন্ধ হবে মুখ !!