দেখা হবে , কবে ?
তারিখ জানি না !
গ্রীষ্ম ? বর্ষা ? শীত ? নাকি বসন্তে ?
এমনি করেই তিনটে বসন্ত কেটে যাবে ,
দেখা হবে কি চতুর্থ বসন্তে ?
দেখা হবে আবারও
বর্ষার প্রেমিক চাতকপাখি যেমন
গ্রীষ্মাকাশে চেয়ে অপেক্ষারত ,
তেমনই নয় তোমার প্রেমিক থাকবে
তোমারই অপেক্ষায় !
দেখা হবে বছর চারেক পর
নতুন অধ্যায়ে ,
হয়তো তখন আমি রবির চোখের বালি
কিংবা চার অধ্যায় পড়ছি ।
শান্ত সলিলে স্নিগ্ধ সমীরণ ।
দেখা হবে কোনো এক পড়ন্ত বিকেলে
বুড়ো অশ্বত্থের তলে
চায়ের ভাঁড়ে কিংবা
নিকোটিনের ধোঁয়ায়
অচেনা বন্দরে যেনো অস্তিত্বহীন ।
ভালোবাসি কথাটি বলিনি
আজও বলবো না ,
বলবো বছর চারেক পর ।
অপেক্ষায় থাকবো , কথা দিলাম
দেখা হবে বছর চারেক পর !
১২/১০/১৯