বেহালার ছোট্ট গলি থেকে
তুমি বিশ্ব ক্রিকেটের দাদা ,
বাঙালির মন প্রাণ যে তোমাতেই
সবসময় বাঁধা ।
দুঃসময়ে ভারতীয় ক্রিকেটের ঢাল
তুমি ক্রিকেটের মহারাজ ,
বাঙালি হয়ে বাইশ গজে
একাই করেছো রাজ ।
অভিষেক ম্যাচে ৩ থেকে
১১ হাজার রানের কোটা ,
'৮৩-র পরে তোমার নেতৃত্বেই
'০৩-এ ফাইনালে ওঠা ।
সচিনের সাথে জুটি বেঁধে
ছুটিয়েছো ঘাম সবার ,
তবুও নানাভাবে দল থেকে
বাদ পড়েছো বারবার !
তোমার অধিনায়কত্বে হয়তো
হয়নি কাপ জেতা ,
ভুলবো নাকো মোরা কখনো
লর্ডসে জার্সি ওড়ানোর কথা !
বল হাতেও মাঠ কাপিয়েছো
মেরেছো ছক্কা বিশাল ,
অপরাজেয় অস্ট্রেলিয়াকেও
খাইয়েছো ঘোলাজল ।
রুক্ষ মাটিতে বীজ বুনেছো
চাষ করেছো জমি ।
বিদেশ মাটিতে জয়ের স্বাদ সেই
এনে দিয়েছো তুমি !
তুমি না থাকলে হয়তো পেতাম না
ধোনি , সেওয়াগ , যুবরাজ !
হয়তো মোরা পরে করতাম না
কখনো বিশ্বরাজ ।
তোমাকে কখনো কাপ দিয়ে
যায়না কো মাপা ,
তুমিই যে মোদের মহান মহান
শ্রেষ্ঠ দাদা !
মনের মাঝে উদ্যম আর
তারুণ্য ভরা হাসি ।
দাদা তোমায় যে আমরা
বড্ড ভালোবাসি !