প্রেমিক কিংবা প্রেমিকা পরিবার কিংবা বন্ধু ,
ভালোবাসার প্রধান মাধ্যম হলো চুমু ।

স্থান-কাল পাত্র ভেদে চুমুর নানান ভাগ ,
এক চুমুতেই মেটে দূরত্ব ঘোচে নানা বিবাদ ।

চুমুর প্রথম খড়ি মায়ের হাত ধরে ,
স্নেহবশে আলতো চুমু কপাল কিংবা গালে ।

বন্ধুত্বের মানে কিংবা সম্পর্কের গভীরতায় ,
চুমু আঁকে কপালে সম্পর্কের নির্ভরতায় ।

ঘাড়ে চুমু মানে আপনি রোমান্টিক খুব ,
হাতের তালুতে চুমু মানে পছন্দেরই মানুষ ।

প্রেমিক প্রেমিকার পায়ের তালু কিংবা প্রিয়জনের কাঁধ ,
চুমু হেতায় শেখায় প্রিয়জনের স্বাদ ।

নাভিতে চুমু মানে যৌনতার প্রকাশ ,
হাতের উল্টো পিঠে চুমু বোঝায় সৌজন্য সম্মান ।

চোখের পাতায় বারবার চুম্বন জানায় বিদায় সম্ভাষণ ,
চুমুর কেন্দ্রিকতা শুধুই বোঝে প্রিয়জন ।

চুমুর অভিব্যক্তি ঘটে প্রেমিক কিংবা প্রেমিকায় ,
ফ্রেঞ্চ , লিঙ্গারিং , লিজার্ড কিসিং , কিংবা লিপ কিস সেথায় ।

চুমু খাওয়া যায় সকলকেই  নাইকো কোনো বিভেদ ,
স্থান-কাল পাত্রটাই শুধু প্রভেদ ।

*****************************

২০/০৯/১৯
তালদি