১৮/১০/১৯

চল না পাখি ডানা মেলে ,
সাঁতরাবি ওই নীল জলে ।
এক ডুবেতে ধরবি মাছ ,
চুপটি করে দেখবো আজ ।।

চল না পাখি গানটা ধর ,
সুরের ওপর তালটি ধর ।
নাচবো আমি পা দুলিয়ে ,
শিউলি তলায় প্রাণ ভরিয়ে ।।

চল না পাখি লাজুক মনে ,
ঘুরবি ওই তমাল বনে ।
নাচবি তুই ছল ছলিয়ে ,
হাসবো আমি মিটমিটিয়ে ।।

চল মা পাখি ওই দুরেতে ,
থাকবো আমি তোর সাথেতে ।
সুখ দুঃখে কব কথা ,
জুড়াবে মোদের মনের ব্যাথা ।।