হঠাৎ করে দেখলো সবাই বদল হলো আমার ,
কারণটা সবাই জানে তবুও দোষ পড়লো ঘাড়েই আমার ।
দোষটা আমি মেনেও নিলাম কিছুই বলিনি কাউকে
নিঃশব্দে সরে এসেছি জানতে দি নি কাউকে ।
সময় এলে বদল হয় গাছের পাতার রঙ ,
দেয়না তখন কেউই ঝরা পাতার দাম ।
মনের আমার মরণ হয়েছে বেঁচে আছে শুধু দেহ ,
তবুও হাসি , জগতে কারোর নয় তো কেহ ।
সবই বুঝি তবুও পাই নিজে বারবার দুঃখ ,
যতই হোক কষ্ট , আবারও আপন ভেবে জড়িয়ে ধরি বক্ষ ।