মাগো তোমার আর এক রূপ
দেবী লক্ষীরূপে বন্দিতা ,
বিষ্ণুর প্রেয়সী পদ্মাসনা
দেবী কমলা ।
বৈকুণ্ঠ নিবাসী মাগো
বিরাজিত ধনদাত্রী রূপে ,
ধরিত্রীর বুকে আলো ছড়াও
মাগো মহিমা অপরূপ ।
পেঁচকবাহনা কমলহস্তে
ঘোচাও মা দুঃখের ডালি ,
বিস্বরূপেস্য মা
শিঞ্জিত মোহিনী ।
প্রতি গুরুবারে যে পোজে তোমারে
পায় তব চরণ ,
আজি কোজাগরীর দিনে তোমায়
মাগো করি বরণ ।
দারিদ্রধ্বংসিণী শ্রী ক্ষীরোদা
আজ পূজ্য তুমি ঘরে ঘরে ,
বন্দিত করি এসো মা লক্ষী
বসো মোর ঘরে ।
১৩/১০/১৯
তালদি