বল মা তারা
( শ্যামাসংগীত )
বল মা তারা আছিস কোথায় ?
কোথা গেলে বল পাবো তোকে মা
পাবো রে তোর চরণযুগল
ভবেরও দিন কাটিছে হেলায়
কোনও কাজে মন বসিতে না পায়
কি করি মা তুই বলে দে আমায়
বল মা তারা.....
তোর পায়ে মা মাথা রাখি আমি
ঘুচায়ে দে মা মম দুখের ডালি
মুছায়ে দে মা মোর নয়নেরই জল
বল মা তারা.....
ধরিতে চাই মা , দেখিতে চাই তোরে
দেখা দে না রে মা
ডাকে এ অধম
বল মা তারা.....