হে ভারত তুমি কি ?
হিন্দু ? না মুসলিম ?
তুমি যদি হিন্দু হও বা মুসলিম
তবে মুছে ফেলো তোমার সংবিধানের ধর্মনিরপেক্ষতা !
সাঁটিয়ে দাও হিন্দুত্ববাদ বা ইসলামবাদ !
হে ভারত তুমি কে ?
ধর্ষণকারী ? না ধর্ষিতা ?
তুমি দীপক-সাঞ্জিরাম ? না জাহিদ-আসলাম ?
তুমি টুইঙ্কেল ? না আসিফা ?
হে ভারত তুমি ধর্ষণকারী !
তুমি ধর্ষণ করেছো একবার নয় , একাধিকবার !
একজনকে নয় ! একাধিককে !
হে ভারত তুমি ধর্ষিতা !
তুমি ধর্ষিত হয়েছো সাঞ্জুরাম-আসলামের হাতে
একবার নয় ! একাধিকবার !
ভারত তুমি একাধারে ধর্ষিতা আবার ধর্ষণকারীও !
ভারত তুমি মানসিক রোগাক্রান্ত !
তুমি যৌনক্ষুদায় মত্ত !
তাই তুমি একাধিকবার ধর্ষিত হয়েছো
নিজের হাতে !
ভারত তোমার শাস্তি হওয়া উচিত !
ওই শিশুদের পায়ে তোমার মাথা নোয়ানো উচিত !
তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত !
হে ভারত ! তোমার লজ্জা হওয়া উচিত !
হে ভারত ! তুমি বিবেকানন্দের ! তুমি আব্দুল কালামের !
তুমি রবীন্দ্রনাথের ! তুমি নজরুলের !
তোমার লজ্জা হওয়া উচিত !
তোমার মাথা নত করা উচিত !
ওই শিশুদের পায়ে !