লেখা তো অনেক হলো
হয়নি তোমার জন্য লেখা ,
বসন্ত রঙা পলাশ ফুল
হয়নি তোমার জন্য রাখা ।
হঠাৎ করেই শব্দরা আজ
ভীষণ ধরলো জেদ ,
তোমায় নিয়ে লিখতে হবে
কমা , দাঁড়ি-ছেদ !
কি লিখি কি লিখি
ভাবছি যখন বসে ,
একটি অলি তোমার গন্ধে
ফুলেল সুরভে মেশে ।
প্রজাপতির পাখায় পাখায়
নানান রঙের রাশি ,
শব্দে শুধু লিখলাম আমি
তোমার মুখের হাসি ।
মেঘপিওনের ডাকবাক্সে
তোমার জন্য দিলাম ,
এলোমেলো শব্দ দিয়ে
কবিতার সংসার গড়লাম ।
১৯/০৩/২০২০
তালদি