কঠিন সময়ে ভাল থাকাটাও প্রয়োজন
যখন ঘৃণা অপমান ভয় জিঘাংসা
চারদিক থেকে তোমাকে ঘিরে ধরবে
বিষাদ যন্ত্রণাগুলো গভীর রাতে
কান্না হয়ে ঝরে ভেজাবে বালিশ
তখনও তোমাকে ভাল থাকতে হবে।
বাতাস যখন বোমা বারুদের গন্ধে ভরে যাবে
শহর গ্রামের প্রতিটি রাস্তা যখন প্রকম্পিত হবে
রাইফেলের বুলেটে ঝাঁঝরা হবে আস্ত মানুষ
তখনও তোমাকে ভাল থাকতে হবে
তোমার মুষ্টিবদ্ধ প্রতিবাদী হাত তুলে।
ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হবে
পাতক হয়েও তোমাকে বাঁচতে হবে
হে মানব, তোমাকে ভাল থাকতেই হবে..
এই পৃথিবীর জন্য, মানুষের জন্য, প্রাণের জন্য!
12:32hrs. 6th October, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।