🍁
তীব্র ভয়, অজানা আতঙ্ক আশঙ্কায়
কেটে গেল বাঙালির শারদোৎসব।
মা কি নিয়ে গেল সাথে করে
আমাদের ভয় আর আশঙ্কাকে
নিয়ে গেল কি উড়িয়ে
শরতের পেঁজাতুলো মেঘের সাথে
আমাদের অনিশ্চিত আশঙ্কার মেঘকে?

সহস্র শ্লোক আর মন্ত্রোচ্চারণের পর
আদর্শ পুরোহিতও মন্ত্র ভুলে যায়
নবমীর নিশি-শেষে জ্বলন্ত পঞ্চপ্রদীপ উদ্যত
শিখা জ্বেলে অবশেষে, সেও নিভে যায়...

আমাদের হৃদয়ের প্রকোষ্ঠে জমেছে
জমাট অন্ধকার, তিমিরনাশিনীর ত্রিনয়ন
থেকে সৃজনের আলো এসে
ঘুচবে কি সেই নিরাশার অন্ধকার
মায়ের স্পর্শ অনুরাগে?

জীবনের পথে শুধু বাঁচা-মরা
আলো আর আশা আনাগোনা
নিবিষ্ট তিমিরে নিষিক্ত শিশিরে
জীবনের জাগরণে
শুধু নিরন্তর অনন্ত আরাধনা!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৬ অক্টোবর ২০২০