চিরকালীন একটা প্রভাবশালী শক্তি
বারবার তোমাকে পরাস্ত করতে চেয়েছে।
ওদের তন্ত্রে আছে উদ্দীপনার আগ্রাসী কোষ
সবল প্রতিপত্তিশালী রাজাদের অধীনে
কত যে দুর্বল রাজারা কাটিয়েছে কাল
সে আজ কতশত বছরের ইতিহাস!
তবুও, অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে
দুর্বলের চিরকালীন অন্তঃপ্রজাতি সংগ্রাম
প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয় একদিন।
কিন্তু, প্রভাবশালী ক্ষমতা
বারবার ওদের গুমঘরে আটকে রাখে।
তারপর—
দীর্ঘ অব্যবহারের সেই গুমঘর থেকে
পচনের ভয়াবহ জৈবিক আলােকছটা বেরিয়ে আসে!
অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়
শঙ্খনিনাদের মত ওদের বুকে শেল হয়ে বেঁধে।
বেশি ব্যবহারকারী হাতটাই তখন অতি-সক্রিয় হয়ে ওঠে
অপমান, শেষদেখা, কত বিষাদকথা, দুঃখ-যন্ত্রণারা
বনসাই হয়ে ওঠে একদিন, সবাই একসাথে।
অগ্রসর হয় ক্ষমতার অমেরুদন্ডী সভ্যতার দিকে..
শরীরের মধ্যে নিজের আসল সত্তাকে স্থাপন করে।
তখন, আরশােলা আর বাজপাখির ডানার মধ্যে
নিজেদের সমবৃত্তীয় অঙ্গের যােগাযােগ খুঁজে পায়।
এই অন্তঃপ্রজাতি সংগ্রামের শিকড়
আরও গভীরে প্রােথিত করে মজবুত করে বুনিয়াদ।
আত্মহত্যার পরও, একটা স্বপ্ন বেঁচে থাকে
নারী জাতির সত্তায়...
এতকালের কথাকলির লজ্জাশীলা মুখােশটা খুলে
বেরিয়ে আসে— প্রকৃতি, শক্তি, দুর্বার নারীশক্তি!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৮|০৩|২০২২