*(আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীকে শ্রদ্ধা)

🍁
বাসি বিছানায় দুঃস্বপ্ন দেখে উঠে বসে নারী!
সকাল হলেই তার গায়ে ফেলি গরম চা
আর, একটু বেলা হলেই ফুটন্ত ভাতের ফ্যান...
কানে কানে বলি—
এমন নষ্ট-নারীর মরে যাওয়াও ভালো!

নারী চুলে সুগন্ধি তেল মাখে, স্নান সেরে নেয়
খোঁপায় রজনীগন্ধার মালা, হাতে বেলফুল নিয়ে
বিকেলবেলায় দরজা খুলে রাস্তার পাশে দাঁড়ায়।
বাঁচার অধিকারে নারী নিজের শর্তে বাঁচে
জিরাফের মত লম্বা গলায় মাথা উঁচু করে বাঁচে...

কারুর মৃত্যু কামনার আগে, নিজে মরে দেখাও!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৮ মার্চ ২০২২