.
ফেলে এসেছি আমার উত্তরাধিকার
থোড় বড়ি খাড়া সিরিয়াল সংসার
ভাঙা সাইকেল, আঁশটে বাজারের ব্যাগ
আসলে, সামান্য আদার ব্যাপারি
জাহাজের খোঁজে তল্লাশি মন
ঠিকানা বিহীন
রাতের হাইরোডে ট্রাকের লম্বা লাইন
ট্রাকের পিছনে— হর্ন, স্টপ, ডেনজার
লাল-সংকেত জ্বলে নেভে
চায়ের দোকান পেরিয়ে একটা ধাবা
অনেকক্ষণ খিদে পেয়েছে, খেয়ালই করি নি
“এখানে আহার ও বিশ্রামের সুব্যবস্থা আছে”—
বিজ্ঞাপন ঝুলছে ধাবার খুঁটিতে
হাইওয়ে বরাবর—
চোখ আটকে যায় বিজ্ঞাপনে
পকেট গড়ের মাঠ
খিদেটা ক্রমশ চাগাড় দিয়ে ওঠে…
.
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১২|১১|২০২২