🍂
সময় কত কিছু বদলে দেয়
সময়ের প্রেক্ষিতে স্বাদও পাল্টে যায়
জানি, অভিরুচি বা পরিতৃপ্তির
একটা আলাদা একান্ত স্পেস থাকে
আমার প্রিয় পানপাত্রে জল ভরে রাখি
অথচ, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হলেও
আগুন এসে কখনোই ওই জল পান করবে না
কবিতার খাতায় আমি পাঠযোগ্য হৃদয় লিখে রাখি
শিকারি সন্ধ্যার জলসা থেকে উড়ে যায় উল্লাস পাখি
সবাই চেঁচিয়ে বলে, এই মায়াবী সন্ধ্যায়
তীব্র ঝাঁঝালো পানীয়ের মত কবিতা চাই, কবি
সময়ের সাথে নিজেকে বদলে নিই
আজকাল, অসম্ভব প্রিয় অন্ধকারে বসে
উষ্ণতার ধারালো শব্দে আমি তাই আগুন লিখি..

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১১|১১|২০২১