এলোমেলো হাওয়া বইছে ঝড়ের বেগে
পরতে পরতে জমে থাকা খবর
কত খেলার খবর, কত জয়ের খবর
অনুপ্রাস অলংকারে শোভিত চমকপ্রদ, এবং
নিগূঢ় ব্যঞ্জনাময় যত সমাচার, সবকিছু
উড়িয়ে নিয়ে যায় সময়ের ঋতুবাধ্য হাওয়া
কোথাকার খবর কোথায় গিয়ে পড়ে
জমে ক্ষীর হয় একহাঁটু ভয় ও উদ্বেগের
এক অসুখজনিত একাকিত্বের অনুজীব্য।
অনেক জয়ের পর পরাজয় আসে একদিন
অবসন্ন শরীর জুড়ে ক্লান্তির ছায়া নামে
রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে নেয় শরীর
বিপরীত হাওয়া এসে পরাজিত হেঁট মাথার
টুপি উড়িয়ে নিয়ে যায় মাঠের বাইরে
মাঠের মধ্যে টুপির পিছনে বৃথা ছোটাছুটি!
.
ষড়রিপুর তাড়নায় খিদে বেশি পেটুকেরও
বার্ধক্য আসে একদিন, ক্ষুধা-তৃষ্ণা উবে যায়
তখন জৌলুসহীন পীড়িত শব্দরাজির
ধূলিমলিন ক্লেশ ও ক্লান্তির ভিতর ব্যর্থ প্রয়াসে
মরীচিকার সন্ধান পেতে সকরুণ সাধ জাগে!

.
টালিগঞ্জ, কোলকাতা।
২২|০৮|২০২২