.
তোমার সাথে দেখা হয় নি অনেকদিন..
এখন কেউ যেন ভীষণ টানছে আমাকে
অথচ, কোথাও যেতে ইচ্ছে করে না,
তবু যেতে হয়।
গড়িয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কত কিছু
দিন হচ্ছে, রাত হচ্ছে
হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে
আহ্নিক গতি, বার্ষিক গতি.. ঋতু পরিবর্তন।
কেউ ফাঁপা তর্জনী মৃদু চালে স্পর্শ করছে
হার্ড ড্রিংকস্ এর বোতল শেষ করে
অবসন্ন বেঁহুশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ছে
মহাজাগতিক টান আবার টেনে নিয়ে যাচ্ছে
একটা অদৃশ্য কারণে সবকিছু ঘটে যাচ্ছে
আমরা পুতুল, আমাদের কিচ্ছুটি করার নেই..
যেন, —সবই পরস্মৈপদী!
.
একটু আগে—
ইলেকট্রিক চুল্লির ভেতর
একটা আস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেল
সব অস্তিত্ব কেমন নিঃশেষ হয়ে যায়
কেমন করে যেন,.. 'নেই' হয়ে যায়!
আর, এতকিছু 'নেই' এর ভেতর, একদিন
তোমার সাথে আমার ঠিক দেখা হয়ে যাবে..

.
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৯|০৯|২০২২