বীজের অঙ্কুরোদগম হয়—
স্বপ্নের চোখ মেলে বেড়ে ওঠার জন্য
সমস্তরকম বাধার পাঁচিল ডিঙিয়ে।
ষড়যন্ত্রের অভিসন্ধিকারী আঙুলগুলো
স্নায়ুবৈকল্যে শিথিল আজ, একদিন
হবে ইতিহাস!
শুধু প্রাণের শরীর থেকে মহিনের ঘোড়াগুলি
আজও অনন্ত অবিরাম চিরন্তন বল্গাবিহীন..!