কৃষ্ণসাগরের জলে হঠাৎ তোলপাড় আলোড়ন
সাগরপারে দাঁড়িয়ে রাইফেল হাতে উদ্যত সৈনিক
রণরক্ত মাখা লালচক্ষু আগুনের লেলিহান শিখা
পূর্ব ইউরোপের 'ইউক্রেন' যেন ফুটন্ত কড়াই
আবার দখলের ভূরাজনৈতিক লড়াই
কার ভাগে পড়ল আফগানিস্তান, সিরিয়া, সিয়াচেন
কিংবা সাইপ্রাস, ইরাক, তুর্কমেনিস্তান, ইউক্রেন
খুবলে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে দেশ জনপদ
শেষ দমে শুষে নিচ্ছে মানুষের দিনান্তযাপন
লাল শিরস্ত্রাণ ইস্পাত চোখে হিংস্রতার আগুন
হিমশীতল বিরুদ্ধতা, হাওয়া ছেঁড়ে শনশন নখে
ভয়ার্ত অসহায় মানুষ, কুকুর, পশু-পাখি
যেন এক প্রজাতি, প্রাণ ভয়ে ছুটছে সবাই..
খরতর তাপে দ্বগ্ধ হচ্ছে সভ্যতার সবুজ
লতাগুল্ম, ফুল-পাখি, নদীজল, প্রাণ
বিদীর্ণ হৃদয়ে যন্ত্রণার কাছে খোঁজে ক্ষণিক ঈশ্বর
খাঁড়িতে, গিরিখাতে, দাবানলে চিতা জ্বলে ওঠে!

একটা লক্ষ্মীপ্যাঁচা সারারাত বসেছিল
ভাঙা ছাদের পাঁচিলে, আলুলায়িত দৃষ্টি
লক্ষ্মীদেবীর চোখে অসমাপ্ত অশ্রুবিন্দু!
সংশয়ে খন্ড খন্ড হয়ে ভেঙে গেছি আজ
অনশ্বর সহস্র প্রণামে..

জানু মুড়ে বসে ভাবি—
এ সভ্যতার শেষ কোথায়.. ?
ছেলেমেয়েরা কি আবার ইস্কুলে যাবে?
প্রেমিক-প্রেমিকারা কি আবার হাত ধরাধরি করবে?
আবার কি কবিতা লেখা হবে..
চাঁদভেজা জ্যোৎস্নায় ত্রস্ত হরিণীর বাঁকা শিঙে?



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৬|০২|২০২২