🍁
ভোট উৎসব এলে—
মৃত্যুর গবাক্ষে উঁকি দেয় চাঁদ
উৎসবশেষে ওরা চলে যায় উল্লাস মেখে।
পতাকা হাতে টালমাটাল জনতা, ঘোরলাগা চোখে!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯|০৬|২০২৩